প্রধানমন্ত্রীর বাসভবনে আসেন ভারতীয় ক্রিকেটাররা,কী বললেন প্রধানমন্ত্রী?
নিজস্ব সংবাদদাতা : গত ২৯ জুন ভারত টি-২০ বিশ্বকাপ জয়ী হয়েছে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। সেই জয়ের পর তাঁদের দেশে ফিরতে সময় লেগে গেল ঘূর্ণিঝড় পরিস্থিতির কারণে। বিগত ৪ দিন কার্যত হোটেলবন্দি ছিলেন রোহিতরা। হারিকেন বেরিলের ভয়ঙ্কর তাণ্ডবে তাঁদের দেশে ফেরাই প্রশ্নের মুখে দাঁড়িয়েছিল। তবে বৃহস্পতিবার ট্রফি নিয়ে দেশে ফিরেছে 'মেন ইন ব্লু।' টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় দলের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার প্রায় ঘণ্টাখানেক মোদির বাসভবনে ছিল ভারতীয় দল। সেখানে গোটা দলের সঙ্গে কথা বলতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। প্রকাশ্যে এসেছে সেই আলাপচারিতার ভিডিও। মোদিকে বিশেষ চ্যাম্পিয়ন জার্সিও উপহার দেওয়া হয়েছে ভারতীয় দলের তরফে। বিশ্বকাপের নানা ম্যাচ নিয়ে বিস্তারিত জানতে চেয়েছেন মোদি। বিশেষ কিছু শট, নজরকাড়া কয়েকটি ক্যাচ নিয়েও মন্তব্য করেন। এমনকি কোন ক্রিকেটার কোন শট ভালো খেলেন সেটাও জানেন প্রধানমন্ত্রী। ক্যারিবিয়ানভূমে বিশ্বকাপ খেলতে গিয়ে কেমন চ্যালেঞ্জের বাউন্সার সামলাতে হয়েছে, সেই নিয়েও জিজ্ঞাসা করেন। প্রধানমন্ত্রীর মতে, এই বিশ্বকাপ জয় আগামী দিনে আরও সাফল্যের পথে এগিয়ে দেবে ভারতীয় দলকে।