“বাল্যবিবাহ আর নয়”—চন্দ্রকোনা রোডে পথনাটিকার মাধ্যমে সচেতনতার বার্তা
চন্দ্রকোনা রোড, অভিজিৎ সাহা : বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে অভিনব উদ্যোগ নিল চন্দ্রকোনা রোড গার্লস হাইস্কুলের ছাত্রীরা। আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড বিডিও অফিসের সামনে এক হৃদয়স্পর্শী পথনাটিকার মাধ্যমে তারা তুলে ধরল বাল্যবিবাহের ভয়াবহ দিক এবং তার সামাজিক কুফল। পথনাটিকায় ছাত্রীরা দেখায়, কীভাবে অল্প বয়সে বিবাহ একটি মেয়ের শিক্ষা, স্বপ্ন ও স্বাভাবিক শৈশব কেড়ে নেয়। নাটকের প্রতিটি দৃশ্যে উঠে আসে বার্তা—“বাল্যবিবাহ নয়, শিক্ষা হোক অগ্রাধিকার।”
পথচলতি মানুষজন ও স্থানীয় বাসিন্দারা থমকে দাঁড়িয়ে এই নাটিকা উপভোগ করেন এবং সচেতনতার বার্তায় সাড়া দেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা রোড গার্লস হাইস্কুলের টিচার-ইন-চার্জ অনিতা সাহা সহ অন্যান্য শিক্ষিকাবৃন্দ। অনিতা সাহা বলেন,
“ছাত্রীরা আজ যে বার্তা দিয়েছে, তা শুধু নাটকের মধ্যেই সীমাবদ্ধ নয়—এটাই আমাদের সমাজের বাস্তব ছবি। বাল্যবিবাহ রুখতে শিক্ষা ও সচেতনতার কোনও বিকল্প নেই।”
শিক্ষিকাদের তত্ত্বাবধানে আয়োজিত এই পথনাটিকার মাধ্যমে কিশোরী বয়সে পড়াশোনা চালিয়ে যাওয়ার গুরুত্ব এবং আইনের দৃষ্টিতে বাল্যবিবাহ যে দণ্ডনীয় অপরাধ—সেই বার্তাও স্পষ্টভাবে তুলে ধরা হয়।এই উদ্যোগের মাধ্যমে চন্দ্রকোনা রোড গার্লস হাইস্কুলের ছাত্রীরা সমাজকে জানিয়ে দিল—বাল্যবিবাহ নয়, চাই নিরাপদ ও শিক্ষিত ভবিষ্যৎ।