দীঘার জগন্নাথ মন্দিরের সোনার ঝাঁটা উপহার দিলেন মুখ্যমন্ত্রী!

নিজস্ব সংবাদদাতা : পূর্ব মেদিনীপুরের দীঘার জগন্নাথ মন্দিরে সোনার ঝাঁটা উপহার দিলেন মুখ্যমন্ত্রী। রথযাত্রার সময় সোনার ঝাঁটা দিয়ে জগন্নাথদেবের যাওয়ার পথ ঝাঁট দেওয়া হয়। এই রীতি বহু প্রাচীন। সেই রীতি মেনেই সোনার ঝাঁটা উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা। আগাগোড়া সোনার ওই ঝাঁটাটি তৈরির জন্য নিজের ব্যক্তিগত তহবিল থেকে আগেই ৫,০০,০০১ টাকা দিয়েছিলেন তিনি। মন্দিরের দ্বার উন্মোচন হতেই সামনে দেখা দিলেন জগন্নাথ, বলরাম, শুভদ্রা৷ সামনে প্রভুর উদ্দেশ্যে নিবেদিত ভোগ৷ মুখ্যমন্ত্রীকে দেখা গেল পুজোর থালা হাতে ৷ নাটমন্দির দাঁড়িয়ে রয়েছে ১৬টি স্তম্ভের উপরে৷ নিমকাঠের তৈরি মূল বিগ্রহের পাশাপাশি পাথরের মূর্তিও রয়েছে। এ ছাড়া, রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহও। মন্দির চত্বরকে কেন্দ্র করে পাঁচশোর বেশি গাছ লাগানো হয়েছে। এই মন্দির হাজার-হাজার বছর ধরে অপূর্ব সৃষ্টির মর্যাদা পাবে।