মেদিনীপুরের ছোট্ট দিশা কোলে তুলে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুরে প্রশাসনিক সভাতে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধান নগর মাঠ থেকে হেলিকপ্টারে নামার পর পায়ে হাঁটতে হাঁটতে প্রবেশ করেছিলেন সার্কিট হাউসে। সেই সময় মুখ্যমন্ত্রীকে দেখতে রাস্তার দু’ পাশে ভিড় জমিয়েছিলেন অনেকেই। মুখ্যমন্ত্রীকে দেখবেন তাই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ছিলেন এক কলেজ পড়ুয়া এক তরুণী ! আর তরুণীর কোলে ছিল একটি ফুটফুটে শিশু!মুখ্যমন্ত্রী রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎই লক্ষ্য করে মিষ্টি শিশু দিশার দিকে। তরুণীর কাছে গিয়ে তার কোল থেকে মিষ্টি দিশাকে কোলে তুলে নেন মুখ্যমন্ত্রী। পরে জানা যায়, স্থানীয় ৫ নং ওয়ার্ড এর কাউন্সিলর মৌ রায় এর মেয়ে ওই তরুণী সুকৃতি রায়। আর এই ফুটফুটি ছোট্ট মিষ্টি মেয়ে দিশা, মৌ রায়ের বাড়িতে কাজের মেয়ের নাতনি।মৌ রায় এর বাড়িতেই ছোট থেকেই মানুষ হচ্ছে। পরিবারে অভাব অনটনের জন্য লোকের বাড়িতে কাজ করেন তার ঠাকুমা ও মা। তাই ছোট্ট দিশাকে মৌ রায় এর পরিবারই লালন পালনের দায়িত্ব নিয়েছেন।