মঙ্গলবার বিকেল তিনটা নাগাদ নিউ দীঘা হেলিপ্যাড ময়দানে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার!
নিজস্ব সংবাদাতা : তিনদিনের জেলা সফরে দীঘায় এসেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বিকেল তিনটা নাগাদ নিউ দীঘা হেলিপ্যাড ময়দানে নামে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। এরপর গাড়িতে করে তিনি যান ওল্ড দীঘার । আগামীকাল অর্থাৎ বুধবার দীঘার জগন্নাথ মন্দিরের কাজ খতিয়ে দেখতে জগন্নাথ দর্শনে যাবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও প্রশাসনিক বৈঠকে অংশ নেবেন তিনি৷উপস্থিত লোকজনের মধ্যে ছোটো ছোটো শিশুরাও ছিল, যাদের সঙ্গে বিশেষভাবে সময় কাটান মুখ্যমন্ত্রী। ‘ঘরের মেয়ে’ মমতার প্রতি এলাকার মানুষদের ভালোবাসা ছিল স্পষ্ট। বয়স্ক মানুষদের সঙ্গে তিনি আন্তরিক আলাপ করেন এবং ছোটদের সাথে খেলা করতে দেখা যায়।