৮১ বছর পুরনো ঐতিহাসিক ছোট বাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটির শুভ খুঁটিপুজো!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী :   আর হাতে গোনা ৪৫ দিন আর বাকি। তারপরেই রাজ্যের জাতি উপজাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব অংশের মানুষ মেতে উঠবেন সনাতন বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ও প্রাণের উৎসব শারদীয়া দুর্গাপুজোয়। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এই উৎসবের কাউন্ট ডাউন।প্রায় ৮১ বছর পুরনো ঐতিহাসিক ছোট বাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটির।পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের কাছে টানতে নিত্যনতুন থিম নিয়ে আকর্ষণীয় প্যান্ডেল নির্মাণ করছে ক্লাবগুলি।ভালো কোন শুভ দিন দেখেই পুজো উদ্যোক্তারা আয়োজন করেন খুঁটিপুজোর। সোমবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী দিনে ছোট বাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো উদ্যোক্তারা স্বাভাবিকভাবেই এই শুভ দিনটিতেই খুঁটিপুজোর আয়োজন বেছে নিল।ধর্মীয় রীতিনীতি মেনেই এদিন এই পূজোর প্যান্ডেল নির্মাণের জন্য সেরে নিল খুঁটি পুজো।এবছর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত জোড়া আকাশচুম্বী বহুতল পেট্রোনাস টাওয়ার অনুকরণে নির্মাণ করতে চলেছে ছোট বাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটি ক্লাবের পুজো মন্ডপ। এবছর তাদের ৮২ তম বর্ষ, এবার তাদের পুজোর বাজেট ২০ লক্ষ টাকা আনুমানিক।প্রতিমা সাবেকি। অন্যান্য বছরের মতো এবছরও পুজোকে কেন্দ্র করে নানা সামাজিক কর্মসূচি রয়েছে বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তা অরুণ চৌধুরী।