চিকিৎসক অক্সিজেন মাস্ক খুলে দিতে বলেছিলেন,তারপরই মৃত্যু হয় ওই রোগীর!

মুর্শিদাবাদ নিজস্ব প্রতিবেদন : মৃত ব্যক্তির নাম মুস্তাফিজুর রহমান। তাঁর বাড়ি নদিয়ার পলাশির মোলান্দি এলাকায়। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার সকালে মুস্তাফিজুর বাইক দুর্ঘটনায় আহত হন। এরপর তাঁকে পলাশীর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। দুপুর একটা নাগাদ ভর্তি করা সেখানে। হাসপাতালেই তাঁকে সিটি স্ক্যান করতে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় চিকিসকের কথামতো রোগীর অক্সিজেন মাস্ক খুলে দেন। তারপরই শ্বাসকষ্ট শুরু হয়। পরিবার জানিয়েছে, তাঁদের বারবার বলার পরও চিকিৎসকরা খেয়াল করেননি। সিটি স্ক্যান করার সময়ও তাঁরা একই কথা বলেন। কিন্তু কেউ কথা কানে তোলেননি। এরপর সিটিস্ক্যান ঘর থেকে বেডে নিয়ে আসার পর মৃত্যু হয় ওই ব্যক্তির।