ড: জাকির হোসেন স্মৃতি সংঘের উদ্যোগে চন্দ্রকোনার মহেশপুরে ‘সম্প্রীতি কাপ’,গৌরবময় উপস্থিতি ইংলিশ চ্যানেল ‘বিজয়িনী’ আফরিন জাবির !
নিজস্ব সংবাদদাতা : বাঙালি ফুটবল প্রেমীদের জন্য এক চমৎকার আনন্দের উপলক্ষ হয়ে উঠলো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউনের মহেশপুর এলাকায় অনুষ্ঠিত হওয়া ‘সম্প্রীতি কাপ ২০২৫’ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান। মহেশপুর হাই স্কুলের মাঠে ২২, ২৩, এবং ২৪ ডিসেম্বর তিন দিন ব্যাপী আয়োজিত এই ১৬ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন ইংলিশ চ্যানেল জয়ী প্রতিভাবান সাঁতারু আফরিন জাবি। ডা: জাকির হোসেন স্মৃতি সংঘের পরিচালনায় আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে পশ্চিমবঙ্গের স্বনামধন্য ফুটবল দলগুলো অংশগ্রহণ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BDO উৎকল পাইক মহাশয়, 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দোয়াল লোহার, উপপ্রধান মনজুর মোল্লা, মহেশপুর হাই স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ কুমার দেব বর্মন, তরুণ দোলই সহ এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা।
এ দিন প্রতিভাবান সাঁতারু আফরিন জাবি তাঁর উদ্বোধনী ভাষণে তরুণদের খেলাধুলার গুরুত্ব এবং শারীরিক ও মানসিক উন্নতির জন্য ফুটবলের ভূমিকা নিয়ে আলোচনার পাশাপাশি খেলোয়াড়দের শুভকামনা জানান। ১৬টি দল নিয়ে শুরু হওয়া এই প্রতিযোগিতার ফাইনাল খেলা ২৪ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টের মাধ্যমে এলাকার ফুটবলপ্রেমীদের জন্য এক বিশেষ অনুষ্ঠান হয়ে উঠেছে এবং এলাকাবাসী উৎসাহ ও উদ্দীপনার সাথে ফুটবল খেলাকে সমর্থন করছেন। খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন আয়োজকরা।