মেদিনীপুর কলেজে ভর্তি কেন্দ্র করে SFI ও TMC সদস্যদের মধ্যে হাতাহাতি!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী :  মেদিনীপুর কলেজে ভর্তিকে কেন্দ্র করে SFI ও TMCP সদস্যদের মধ্যে বচসা-হাতাহাতি। গতকাল থেকে মেদিনীপুর কলেজে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া। ছাত্রছাত্রীদের সহায়তায় কলেজের বাইরে ক্যাম্প করে বসেছেন দুই ছাত্র সংগঠনের সদস্যরা। দুপক্ষেরই অভিযোগ, বহিরাগতদের কলেজে ঢোকানো হচ্ছে। ছাত্রছাত্রীদের ভয় দেখানো হচ্ছে। বাধা দিতে গেলে বচসা ও হাতাহাতি শুরু হয় দুপক্ষের মধ্যে। ঘটনা ঘিরে শুক্রবার দুপুরে প্রবল উত্তেজনা ছড়ায় মেদিনীপুর কলেজের মেন গেটের সামনে।মেদিনীপুর কলেজের SFI নেত্রী শাঁওলী দত্তের অভিযোগ তাঁদের সংগঠনের তরফে ছাত্রছাত্রীদের সহযোগিতার জন্য মেন গেটের সামনে ক্যাম্প করা হয়েছে।

সেখানেই তৃণমূল ছাত্র পরিষদের বহিরাগতরা এসে দাপট দেখাচ্ছে। পড়ুয়াদের ভেতরে ঢুকতে বাধা দিচ্ছে তারা।তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, নতুন শিক্ষাবর্ষে ভর্তিতে ছাত্রছাত্রীদের সহযোগিতার জন্য ক্যাম্প করে সহযোগিতা করছেন তাঁরাও।