'স্বচ্ছতা হি সেবা' কর্মসূচির অঙ্গ হিসেবে সাফাই অভিযান!
ঝাড়গ্রাম, নিজস্ব সংবাদদাতা : গোপীবল্লভপুর বুধবার সকালে 'স্বচ্ছতা হি সেবা' কর্মসূচির অঙ্গ হিসেবে গোপীবল্লভপুর-১ নং ব্লকের দক্ষিণশোল প্রাথমিক বিদ্যালয় ও বনসিমলা এম এস কে প্রাঙ্গণ পরিষ্কার করা হয় এবং এই দুটি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের 'স্বচ্ছতা হি সেবা' বিষয়ে সচেতনতা বাড়াবার জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়।গত ১৭ সেপ্টেম্বর থেকে এক পক্ষকাল ব্যাপী নেহেরু যুব কেন্দ্র পশ্চিম মেদিনীপুরের আয়োজনে ও দক্ষিণশোল জোনাকি পল্লী উন্নয়ন সমিতির ব্যবস্থাপনায় ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-১নং ব্লকের আমরদা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জোনাকি পল্লী উন্নয়ন সমিতির ২০ জন স্বেচ্ছাসেবক আবর্জনা পরিষ্কার ও সচেতনতা বাড়ানোর কাজ করেনআমরদা গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিবেশ সচেতনতা মূলক পোস্টারিং করা হয় । এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোপিবল্লভপুর-১ নং পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ সুমন মুর্মু মহাশয় ,দক্ষিনশোল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রান, বনসিমলা এম এস কে এর প্রধান শিক্ষক অমিয় মাঝি, জোনাকি পল্লী উন্নয়ন সমিতির সম্পাদক সুব্রত কুমার মন্ডল ,পি এইচ ই উজ্জ্বল সাউ প্রমুখ।