মঙ্গলবার মুখ্যমন্ত্রীর মেদিনীপুরের কলেজ মাঠে প্রশাসনিক সভার এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : ২২শে এপ্রিল মঙ্গলবার মেদিনীপুরের কলেজ মাঠে প্রশাসনিক সভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখান থেকে সৌর বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন, ও একাধিক শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী সভামঞ্চ থেকে বক্তব্য রাখছিলেন। সবার ব্যস্ততার মাঝে এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি জননেত্রী, অসুস্থ তার নজরে পড়ে। অসুস্থতার কথা শুনে বক্তব্য থামিয়ে অ্যাম্বুলেন্সের খোঁজ করলেন। সবাই উপস্থিত দলীয় কর্মীদেরকে নির্দেশ দিলেন দ্রুত ডাক্তারকে ডাকতে এবং অসুস্থকে স্বাস্থ্য শিবির নিয়ে যেতে। অসুস্থ ব্যক্তি যাতে ঠিকমতো চিকিৎসা হয় তার জন্য মঞ্চে দাঁড়িয়ে তিনি নিজেই বার বার নির্দেশ দেন, বলেন আমার গাড়ি নিয়ে অসুস্থ মানুষকে হসপিটালে নিয়ে যাওয়া হলে নিয়ে যান তাড়াতাড়ি। একই সঙ্গে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন এত ভিড় করবেন না সরে দাঁড়ান। ওকে ধীরে ধীরে বাইরে বের করে নিয়ে যান জল দিন, ORS দিন। তার এই আচরণ ফের বুঝিয়ে দিলেন প্রশাসনিক সভা থেকে হোক বা যতবড় গুরুত্বপূর্ণ বৈঠক হোক না কেন,মমতা বন্দ্যোপাধ্যায় আসলে সকলের তিনি দিদির।দিদির মতোই যত্নশীল নিলেন মঞ্চে দাঁড়িয়ে। তারপর বলে ওঠেন বোধ হয় গরমে অসুস্থ হয়েছেন ডিহাইড্রেশন হতে পারে। এই সময় ভীষণ গরম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া সাবধানে থাকতে হয়। সঙ্গে সঙ্গে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া। জরুরী বিভাগে ভর্তি করা হয় জানা যায় মুখ্যমন্ত্রীর সবাই যোগ দিতে এসেছিলেন গড়বেতা শহীদ পরিবারের সদস্য মতিউর মন্ডল। বাড়ি গরবেতার খড়্কুশমা এলাকায়। মুখ্যমন্ত্রীর নির্দেশ হাসপাতালে মতিউরকে দেখতে আসেন মন্ত্রী শিউলি শাহা, সাংসদ জুন মালিয়া, বিধায়ক সুজয় হাজরা, পৌরসভার পৌর পিতা সৌমেন খান সহ দলের অন্যান্য নেতাকর্মীরা।