মুখ্যমন্ত্রী ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শন সময় মা ও শিশুদের হাতে মেডিকেল কিট এবং ত্রাণের কিট তুলে দেন!
নিজস্ব প্রতিবেদন : ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাথে ছিলেন মুখ্যসচিব, ডিজি,পশ্চিমবঙ্গ পুলিশ, জেলাশাসক, পুলিশ সুপার, মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ আধিকারিক ও জনপ্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যার সময় স্বাস্থ্য দপ্তরের কাজে সন্তোষ প্রকাশ করেন। যে সমস্ত মায়েদেরকে বন্যার সময় উদ্ধার করে প্রসব করানো হয়েছিল সেই সমস্ত মা ও শিশুদের হাতে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে মেডিকেল কিট এবং ত্রাণের কিট দেওয়ার ব্যবস্থা করেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌমশঙ্কর সারেঙ্গি।
প্রসঙ্গত উল্লেখযোগ্য এই বন্যার সময়ে স্বাস্থ্য দপ্তরের আশা কর্মীসহ সমস্ত কর্মীরা জেলা পুলিশ ও সাধারণ প্রশাসনের সহযোগিতায় ৩৮৮ জন গর্ভবতী মা দের জল পেরিয়ে নৌকায় করে ঘাটাল হাসপাতালে নিরাপদে ডেলিভারি করাবার ব্যবস্থা করেন এবং ১০১ জন সাপে কাটা রোগীকে উদ্ধার করে ঘাটাল হাসপাতালে ইনজেকশন AVS এর মাধ্যমে সুস্থ করে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।