মুখ্যমন্ত্রীর ঘাটালের এলাকায় বন্যা পরিদর্শন করলেন!

নিজস্ব সংবাদদাতা : ঘাটাল পৌর সংস্থার আওতাধীন প্রায় ১৩টি ওয়ার্ড এবং পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকা জলমগ্ন। স্কুলে উপস্থিতি কম থাকায় অনেক স্কুল পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়েছে। দীর্ঘ দেড় মাস ধরে জলবন্দি ঘাটাল। ৫ই আগস্ট মঙ্গলবার আরামবাগ হয়ে ঘাটালে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বন্যা নিয়ন্ত্রণে কেন্দ্র কোনও রকম সদিচ্ছা দেখাচ্ছে না। ডিভিসি আবার ঝাড়খণ্ডকে রক্ষা করতে গিয়ে আমাদের না জানিয়েই হঠাৎ জল ছেড়ে দেয়। এ বার ৫১ হাজার লক্ষ কিউসেক জল ছেড়েছে।

পরিকল্পনা করেই বন্যা পরিস্থিতি তৈরি করা হচ্ছে। অথচ ক্ষতিপূরণে মুখ ফিরিয়ে নিচ্ছে কেন্দ্র।এর পাশাপাশি এনআরসি নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এসআইআরের নামে ফের এনআরসি করার চেষ্টা চলছে। পুরনো ভোটার তালিকা বাতিল করে সবাইকে নতুন করে নাম তুলতে বলা হচ্ছে। যদি কোথাও কারও নাম বাদ পড়ে, কী করতে হবে আমরা জানি। কিন্তু ষড়যন্ত্র করে মানুষের নাম বাদ দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। তাই বলছি, সকলে সতর্ক থাকুন।