তীব্র ক্ষোভ প্রকাশ করলেন IRCTC-র বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়!
নিজস্ব সংবাদদাতা : ব্রিগেডে জনগর্জন সভায় কর্মী সমর্থকদের কলকাতায় আনার জন্য ২টি ট্রেন বুক করেছিল তৃণমূল কংগ্রেস। যদিও 'অপারেশনাল কনস্ট্রেইনস'-এর কারণে সেই ট্রেন দেওয়া যাচ্ছে না বলে তৃণমূলকে জানিয়েছে আইআরসিটিসি। এরপরেই ক্ষোভে ফেটে পড়ে রাজ্যের শাসকদল। এবার সেই বিষয়ে মুখ খুললেন স্বয়ং তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।পশ্চিম মেদিনীপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমরা ব্রিগেডে একটা সভা ডেকেছি, গর্জন সভা, বাংলার গর্জন। কেন বাংলা বঞ্চিত হচ্ছে? উত্তরবঙ্গ থেকে কর্মী, সমর্থক ও সাধারণ মানুষকে কলকাতায় আনার জন্য দুটি ট্রেন বুক করেছিল রাজ্যের শাসকদল। কিন্তু 'অপারেশনাল কনস্ট্রেইনস'-এর কারণে সেই ট্রেন দেওয়া যাচ্ছে না বলে জানিয়ে দিয়েছে আইআরসিটিসি।