মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর পদযাত্রা বিকাল সাড়ে ৩টা তে!

নিজস্ব সংবাদদাতা : আজ, সোমবার পশ্চিম মেদিনীপুরে টানা তিনটি কর্মসূচি রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিষ্ণুপুর, ঘাটাল তারপর মেদিনীপুর রোড-শো। তিনটি কর্মসূচিতেই ব্যাপক জনসমাগম নিয়ে পুলিশ প্রশাসনের তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাস্তার দুদিকে প্রচুর জনসমাগম হবে। তাই বাড়তি নজরদারির ব্যবস্থা করেছে পুলিশ।বেলা ১২টার সময় বিষ্ণুপুর, নির্বাচনী প্রচারে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তারপর দেব- এর নির্বাচনী প্রচারে দুপুর ২ টার সময় পাঁশকুড়াতে আসছেন। তারপর জুন মালিয়ার সর্মর্থনে মেদিনীপুর কলেজ কলেজিয়েট মাঠের থেকে পদযাত্রা করবেন বিকাল ৩:৩০ মিনিটে।