জঙ্গলমহলের জেলাগুলিতে ১২টিরও বেশি জনসভা ও রোড শো করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : আগামী ষষ্ঠ দফায় লোকসভা নির্বাচন ২৫ মে জঙ্গলমহলের জেলাগুলিতে। বিগত লোকসভা নির্বাচনে এই জঙ্গলমহলের জেলাগুলিতে ভালো ফল করেছিল বিজেপি। তাই এই বছর জঙ্গলমহল পুনরুদ্ধারকে পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস। তাই ভোটের আগে টানা নির্বাচনী প্রচার করছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬ মে থেকে ২০ মে পর্যন্ত পাঁচ দিনে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ জঙ্গলমহলের জেলাগুলিতে ১২টিরও বেশি জনসভা ও রোড শো করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।সোমবার মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস।দুপুর ৩টার পর পারদ খানিক নিম্নমুখী হয়ে যায়। তবে তার মধ্যেই মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী জুন মালিয়ার সমর্থনে এই দিন দুপুর ৩ টা নাগাদ ঘাটাল লোকসভার প্রার্থী দেবের সমস্যা নেই পাঁশকুড়ায় জনসভা করার পর সেখান থেকে আবহাওয়া খারাপের জন্য বাই রোডে এসে কালেক্টরেট মোড় এসে নামেন। মুখ্যমন্ত্রী প্রার্থী জুন মালিয়াকে নিয়ে এক ঘণ্টা হেঁটে জনসংযোগ করলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালেক্টরেট মোড় থেকে ,কেরানীটোলা, নান্নুরচক ,বটতলা গোলকুয়াচক হয়ে কলেজ মাঠ পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা হাঁটলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিম মমতা বন্দোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী জুন মালিয়া এবং, মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, জেলা সভাপতি সুজয় হাজরা, সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ,পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, MKDA ভাইস চেয়ারম্যান প্রদীপ সরকার ,যুব সভাপতি নির্মাল্য চক্রবর্তী,সহ বিশিষ্টজনেরা। মেদিনীপুর কলেজ ময়দান থেকে গোলকুয়াচক পর্যন্ত রোড শো শেষ হয় বিকাল ৫টা ১৫ মিনিটে। সূত্রে জানা যায় ২০মে সোমবার মেদিনীপুর শহরে রোড শো করে কলকাতায় উদ্দেশ্যে হেলিকপ্টারে করে ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়।