জুন মালিয়ার সর্মর্থনে মেদিনীপুর কালেক্টরেট মোড় থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : ভিড়ে ভিড়াক্কার। উন্মাদনা। নেতা ও কর্মী ও সাধারণ মানুষ দের সঙ্গে নিয়ে হাঁটছেন নেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের । সোমবার হইহই করে শেষ হল পদযাত্রা।মেদিনীপুর প্রার্থী শ্রীমতী জুন মালিয়া সমর্থনে ও লোকসভা নির্বাচনকে সামনে রেখে মেদিনীপুর শহরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা। এদিনের পদযাত্রায় মমতার সঙ্গে পা মেলান হাজার হাজার মানুষ। মুখ্যমন্ত্রীকে একঝলক দেখার জন্য রাস্তার দু’ধারে ছিল প্রচুর মানুষের ভিড়। বাড়ির ছাদেও অপেক্ষারত ছিলেন বহু মানুষ। মুখ্যমন্ত্রী আসতেই দিদি দিদি বলে ডাকতে শুরু করেন তাঁরা।দুপুর ৩টার পর পারদ খানিক নিম্নমুখী হয়ে যায়। তবে তার মধ্যেই মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী জুন মালিয়ার সমর্থনে এই দিন দুপুর ৩ টা নাগাদ ঘাটাল লোকসভার প্রার্থী দেবের সমস্যা নেই পাঁশকুড়ায় জনসভা করার পর সেখান থেকে আবহাওয়া খারাপের জন্য বাই রোডে এসে কালেক্টরেট মোড় এসে নামেন। মুখ্যমন্ত্রী প্রার্থী জুন মালিয়াকে নিয়ে এক ঘণ্টা হেঁটে জনসংযোগ করলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালেক্টরেট মোড় থেকে ,কেরানীটোলা, নান্নুরচক ,বটতলা গোলকুয়াচক হয়ে কলেজ মাঠ পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা হাঁটলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিম মমতা বন্দোপাধ্যায়। দুপুর সাড়ে ৩টা থেকে শুরু হয় প্রায় ২ কিলোমিটার এই পদযাত্রা শেষ হয়। পরে তিনি জেলার নেতৃত্ব, মেদিনীপুরের সমস্ত পুর-প্রতিনিধি, নেতৃত্ব, সাধারণ মানুষ, প্রশাসনকে ধন্যবাদ জানান।