ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠান শেষ করেই কলকাতা ফেরার সময় খড়্গপুর চৌরঙ্গিতে কনভয় থামিয়ে কথা বললেন!

নিজস্ব প্রতিবেদন : আদিবাসীদের অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৮২ সাল থেকে প্রতি বছরের ৯ অগাস্ট বিশ্ব আদিবাসী দিবস হিসেবে পালন করে আসছে জাতিসংঘ।ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠান শেষ করেই কলকাতা ফেরার সময় শুক্রবার দুপুরে খড়্গপুর লোকাল থানার অন্তর্গত চৌরঙ্গিতে ১৬নম্বর জাতীয় সড়কের পাশেই মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন দাঁতনের বিধায়ক বিক্রমচন্দ্র, প্রধান তৃণমূলের রাজ্য সম্পাদক প্রদ্যোত ঘোষ আশিস চক্রবর্তী, MKDA ভাইস চেয়ারম্যান প্রদীপ সরকার জঙ্গল গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপালি সিংহ প্রমুখ। তাঁদের দেখে গাড়ি থামান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন প্রদীপ সরকার, দাঁতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান সহ অন্যরা। মুখ্যমন্ত্রীর হাতে একাধিক চিঠি পত্র তুলে দেন তাঁরা।