উত্তরবঙ্গে গিয়ে মঙ্গলের সূচীতে হঠাৎ পরিবর্তন মুখ্যমন্ত্রীর!

নিজস্ব সংবাদদাতা :  দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নাগরাকাটা থেকে মৃতদের পরিবারের একজন করে সদস্যের হাতে হোমগার্ড পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি।

প্রতিটি দুর্গত এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তি প্রয়োজনীয় সহায়তা

মৃতদের পরিবার পিছু দেওয়া হয়েছে ৫ লক্ষ টাকা।পাশাপাশি এদিন ভুটান থেকে আসা জলেই এত বড় বিপত্তি উত্তরবঙ্গে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বদলে গেল মুখ্য়মন্ত্রী সফরসূচি। তিনি মিরিকে যাবেন না, তার পরিবর্তে যাবেন সুখিয়াপোখরিতে। লাগাতর বৃষ্টি, ভূমিধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে দার্জিলিঙের এই এলাকা। তাই নিজের সফরসূচিতে শেষ মুহূর্তে বদল করেছেন মুখ্যমন্ত্রী। পরে মঙ্গলবার সকালে মিরিকে যান তিনি। কথা বলেন দুর্গতদের সঙ্গে। সমস্যা জেনে দ্রুত তা সমাধানের আশ্বাস দেন। 

মিরিকে পথে ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাক্ষাৎকার মুখ্যমন্ত্রীর

বিপর্যস্ত উত্তরবঙ্গ পরিদর্শন, সেখানকার পুনর্গঠনের কাজ খতিয়ে দেখতে সেখানে গিয়েছেন মুখ্যমন্ত্রী । রবিবার বিকেলেই উত্তরবঙ্গে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ারের হাসিমারা থেকেল সুভাষিণী চা বাগানে গিয়ে জনসংযোগ সারেন। সোমবার দিনভর নাগরাকাটা এলাকার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা, ত্রাণশিবির পরিদর্শন করেছেন। রাতে চলে গিয়েছেন কার্শিয়ং। সেখান থেকে মঙ্গলবার মিরিক যাওয়ার কথা ছিল। কিন্তু সূত্রের খবর, শেষ মুহূর্তে তাঁর এই সফরসূচিতে বদল হয়েছে। আজ তিনি মিরিক যাচ্ছেন না। সূত্রের খবর, এদিন কার্শিয়াং থেকে সড়কপথে ওই এলাকায় যাবেন তিনি।