ঐতিহ্যবাহী শহর এই পশ্চিম মেদিনীপুর কলেজ স্কোয়ারের সরস্বতী পুজো!
নিজস্ব সংবাদদাতা: সরস্বতী পুজোয় কলেজ পড়ুয়া থেকে শহরের অন্যান্য জায়গার বাসিন্দাদেরও ভিড় জমে এই এলাকায় ৷ সবমিলিয়ে বসন্ত পঞ্চমীতে জমজমাট থাকে শহরের এই কলেজ চত্বর ৷ মেদিনীপুর কলেজের কাছে থাকা কলেজ স্কোয়ার। কলেজ স্কোয়ারের ১০০ মিটারের মধ্যেই প্রায় ২৫ থেকে ৩০ টি পুজো হতো অতীতে ৷ তবে এই পূজাতে অন্যতম আকর্ষণ হল বিভিন্ন রাজনৈতিক দল ও নেতা নেত্রীদের ব্যঙ্গচিত্র ৷ কখনও ছবিতে তো কখনও আবার ছড়ার মাধ্যমে তুলে ধরা হল একাধিক বিষয় ৷ তবে এই বিষয়ে এখানকার ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য, রাজনৈতিক বাস্তব পরিস্থিতিকে এভাবে ব্যঙ্গচিত্রের মাধ্যমে সকলের সামনে তুলে ধরা হয়েছে ৷ এটা নিছকই মজার জন্য করা হয়েছে ৷ যাতে দর্শনার্থীদের ভালো লাগে ৷ প্যান্ডেলও হয়েছে বিভিন্ন থিমের উপর ৷ শোলার কাজের পাশাপাশি রাজস্থানী পুতুল দিয়ে কারুকাজ করা প্যান্ডেলও রয়েছে এখানে ৷ কোথাও ছড়ার মাধ্যমে তো কোথাও ব্যঙ্গচিত্র এঁকে একে অপরের দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছে শাসক ও বিরোধী শিবির। তবে ব্যঙ্গচিত্র লড়াই যাই থাকুক না কেন, মেদিনীপুর কলেজ মাঠে এই পুজোকে কেন্দ্র করে সমস্ত রাজনৈতিক দলের নেতা-নেত্রীরাই একাত্ম হন।