এন সি সি আয়োজিত সর্রভারতীয় রাইফেল শুটিং সফল বাংলা ও সিকিমের প্রতিযোগীরা,সফল মেদিনীপুরের প্রতিযোগীও!

নিজস্ব প্রতিবেদন : সম্প্রতি প্রত্যেক বছরের মতো এই বছর ২০২৪ সালে ও নতুন দিল্লির ক্যান্টনমেন্ট এলাকার কারি আপ্পা প্যারেড গ্রাউন্ডের ডিজি এন সি সি র দ্বারা আয়োজিত ক্যাম্পে সর্বভারতীয় রাইফেল শুটিং প্রতিযোগিতা সহ আরো অন্যান্য কয়েকটি ইভেন্টে প্রতিযোগিতা সম্পন্ন হল। এই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ এবং সিকিম ডাইরেক্টরেট এর ৫১ জনের প্রতিনিধি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। যার অধিকর্তা হিসেবে তথা কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে নেতৃত্ব দিয়েছেন চিফ অফিসার শম্ভুনাথ মুখোপাধ্যায়। এই সর্বভারতীয় প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ এবং সিকিম দল অত্যন্ত গৌরবের সাথে তিনটি স্বর্ণপদক তিনটি রুপো পদক এবং দুটি ব্রোঞ্জ পদক জয়লাভ করেছেন। গোটা ভারতবর্ষে মোট ১৭ লক্ষ এনসিসি ক্যাডেটদের মধ্যে থেকে পর্যায়ে ক্রমে বাছাই করে প্রত্যেকটি ডাইরেক্টরেট দলে একান্ন জন করে প্রতিনিধি ছিল এই প্রতিযোগিতায় প্রতিযোগী হিসেবে। যারা বিভিন্ন বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের এনসিটি ক্যাডেট। এই মহাযজ্ঞে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বিক্রমপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহ-শিক্ষক তথা এনসিসির ভার প্রাপ্ত অফিসার শম্ভুনাথ বাবু ছাড়াও ওই বিদ্যালয়ের ছাত্র প্রীতম হাজরা শুধু প্রতিযোগিতায় সুযোগ পাওয়া নয় সর্বভারতীয় স্তরে ব্রোঞ্জ পদক জয় করে বিদ্যালয়ের গৌরব বৃদ্ধি করেছে। উল্লেখ থাকে যে পূর্বেও বেশ কয়েকজন ক্যাডেট ওই প্রতিযোগিতায় সুযোগ পেয়ে বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে। এই নিয়ে দ্বিতীয় বার এই বিদ্যালয়ের কোন ক্যাডেট পদক জয়লাভ করেছে পূর্বে স্বর্ণাভ মুখার্জি রুপো পদক জয়লাভ করে ছিল।প্রতিযোগিতায় পদক জয়ীদের উপহার হিসেবে পদক তুলে দেন এনসিসি র সর্বভারতীয় প্রধান তথা ডাইরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল গুরুবির পাল সিং।