বন্যা প্রতিরোধ ও জলনিকাশীর দাবিতে কনভেনশন!
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদাতা: সাম্প্রতিক বন্যায় কাঁসাই নদীর বাঁধ ভেঙে ডেবরা ব্লকের মলিঘাটি গ্রাম পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ অংশ বন্যা প্লাবিত হয়। কংসাবতী সৃষ্ট ওই বিধ্বংসী বন্যার স্থায়ী প্রতিরোধ সহ এলাকার জল নিকাশীর দাবীতে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির ডেবরা ব্লক শাখার উদ্যোগে আজ ৭ নম্বর মলিঘাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নরহরিপুর গোঁসাই মন্দির প্রাঙ্গনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভীম চরন মান্না। ওই সভায় মুল বক্তব্য রাখেন কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক। প্রসঙ্গত উল্লেখ্য,কাঁসাই নদীর জলস্তর বাড়লে জগন্নাথপুরের ঝাপা দিয়ে ফি বছর এলাকায় ব্যাপক জল ঢুকে এলাকা দীর্ঘদিন জলমগ্ন থাকে। এছাড়াও মাছ ভান্ডার খালের সম্পূর্ন অংশের বাঁধ নির্মাণ ও ভষড়া লকগেটের গেটসংখ্যা বৃদ্ধি প্রভৃতি দাবীতে আন্দোলনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।