S.E, SEC এবং ECOR কর্মচারীদের ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি দুর্নীতি বেপারে চীফ ম্যানেজার কি বলেন?
নিজস্ব সংবাদদাতা : ২০শে জুন বুধবার চীফ ম্যানেজার, আরবান ব্যাঙ্ক একটা চিঠি শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে প্রকাশ করেছেন। যার সারমর্ম হচ্ছে আরবান ব্যাঙ্কে দুর্নীতি হয়েছে। উনি এও বলেছেন যে বিভাগীয় তদন্তে যে বা যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া হবে।
প্রশ্ন হচ্ছে ৪ঠা জুন একটা অভিযোগ পত্র প্রকাশ্যে আসে। প্রায় পনেরো দিন অপেক্ষা করার পর সাউথ ইস্টার্ন রেলওয়ে মজদুর ইউনিয়ন এই দুর্নীতির ঘটনাকে কেন্দ্র করে গত ১৯শে জুন খড়গপুড় শাখায় এক বিক্ষোভ প্রদর্শন করে এবং অবৈধ ডাইরেক্টরের কুশপুত্তলিকা দহন করা হয়। দুর্নীতির বিরুদ্ধে আমাদের ঐ বিক্ষোভের জেরে আরবান ব্যাঙ্ক প্রশাসন তাড়াতাড়ি দুর্নীতিকে মেনে নিয়ে একটা বয়ান প্রকাশ করে। ৪ঠা জুনের পর দীর্ঘ পনেরো দিন অতিবাহিত হয়ে গেছে। আমাদের বিক্ষোভ কর্মসূচি যদি না হতো, তাহলে হয়তো আরবান ব্যাঙ্ক প্রশাসন চুপচাপ থাকত। আমাদের দৃঢ় বিশ্বাস এই দুর্নীতিতে শুধু একজন কর্মচারী জড়িত এমনটা নয়, এই দুর্নীতির শিকড় বহুদূর পর্যন্ত গিয়েছে। কেন্দ্রীয় কোনো সঙস্থাকে দিয়ে তদন্ত করালে সমস্ত কিছু বেরিয়ে আসবে। নিয়োগ দুর্নীতি, লেনদেনের মাধ্যমে বদলী দুর্নীতি, প্রতিনিধি নির্বাচন না করানোর দুর্নীতি সব সামনে আসবে। কারা কারা জড়িত সব জানা যাবে। সেইজন্য আমাদের দাবি অবিলম্বে কেন্দ্রীয় সঙস্থাকে দিয়ে দুর্নীতির তদন্ত এবং প্রশাসক নিয়োগ করে প্রতিনিধি নির্বাচন করানো হোক।