S.E., SEC এবং ECOR কর্মচারীদের ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের দুর্নীতি!

নিজস্ব সংবাদদাতা : গার্ডেন রিচ, কলকাতায় সদর দপ্তর S.E., SEC এবং ECOR এমপ্লয়িজ ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের খড়গপুড় শাখায় এক চান্চলকর দুর্নীতির ঘটনা সামনে এসেছে।স্বর্ণেন্দু জানা নামের এক কর্মচারী শেয়ারহোল্ডারদের কাছ থেকে কোনো রসিদ ছাড়া লোন পরিশোধের টাকা নিয়ে ব্যাঙ্কের তহবিলে জমা করে না। এইভাবে শেয়ারহোল্ডারদের লক্ষ্য লক্ষ্য টাকা হজম হয়ে যাচ্ছে। এইরকমই একজন গত ৪ঠা জুন ২০২৪ তারিখ খড়গপুড় শাখায় অভিযোগ দায়ের করেন । ঐ অভিযোগের ভিত্তিতে কোনো FIR হয়নি। ২০১০ সালের পর ব্যাঙ্কের প্রতিনিধি নির্বাচন না হওয়া এবং অবসরপ্রাপ্ত বোর্ড অবৈধভাবে ব্যাঙ্ক পরিচালনা করছে, যার মধ্যে অন্যতম গৌতম মুখার্জি, যিনি অবসরপ্রাপ্ত হওয়া সত্ত্বেও ব্যাঙ্কের সমস্ত কাজে খবরদারি করেন। মাননীয় কলকাতা উচ্চ আদালতের আদেশ থাকা সত্ত্বেও দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এই ব্যাঙ্কের চেয়ারম্যান, দুর্নীতির ব্যাপারে সব জানা সত্ত্বেও প্রতিনিধি নির্বাচনের কোনো উদ্যোগ নিচ্ছেন না। পাঁচ বছর অন্তর যেখানে নির্বাচন হওয়া উচিত সেখানে ২০১০ সালের পর‌ নির্বাচন হয়নি। সাউথ ইস্টার্ন রেলওয়ে মজদুর ইউনিয়ন, বারংবার দ: পূ: রেলের জেনারেল ম্যানেজারকে চিঠি দিয়েছে। অবশেষে মাননীয় কলকাতা উচ্চ আদালতের আদেশে ১১ ও ১২ মার্চ, ২০২৪ -এর নির্ধারিত নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু দক্ষিণ পূর্ব মধ্য, ইকো এবং দ: পূ রেলওয়ে কর্তৃপক্ষ নির্বাচন পিছিয়ে দেয়। পুনরায় ইস্ট কোস্ট ২৪ - ২৫ জুলাই ২০২৪ প্রতিনিধি নির্বাচন হলে তাদের কোনো আপত্তি নেই জানিয়ে দিয়েছে। এখনও দ:পূ: এবং দ: পূ: ম: রেল কিছু জানায়নি।নির্বাচন না করানো এবং ক্রমবর্ধমান দুর্নীতি রহস্য উন্মোচিত করার জন্য চাই কেন্দ্রীয় সঙস্থাকে দিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত এই দাবি নিয়ে সাউথ ইস্টার্ন রেলওয়ে মজদুর ইউনিয়ন বহুদিন থেকে লড়াই চালিয়ে যাচ্ছে।