মেদিনীপুর পুরসভার টালমাটাল অবস্থা নিয়ে এবার মেদিনীপুর সদর মহকুমাশাসকের দ্বারস্থ হলেন কাউন্সিলারয়া!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর পুরসভার টালমাটাল অবস্থা নিয়ে এবার মেদিনীপুর সদর মহকুমাশাসকের দ্বারস্থ হলেন মেদিনীপুর পুরসভার ১০ জন বিক্ষুব্ধ তৃনমূল কাউন্সিলার।বুধবার সকাল ১১ টা নাগাদ মেদিনীপুর পুরসভার ১০ কাউন্সিলার মহকুমাশাসক কার্যালয়ে উপস্থিত হন। মেদিনীপুর পুরসভার অন্যতম বিক্ষুব্ধ কাউন্সিলার বিশ্বনাথ পান্ডব জানান, যেহেতু মহকুমাশাসক পুরসভার প্রশাসনিক দায়িত্বে রয়েছেন, তাই তাঁর সঙ্গে পুরসভা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য এসেছেন তারা। তবে মেদিনীপুর পুরসভার পুরপ্রধানের বিরূদ্ধে অনাস্থা আনা হতে পারে কিনা, তা নিয়ে খোলসা করে কিছুই জানাননি বিশ্বনাথ পান্ডব।তবে মেদিনীপুর পুরসভার পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছেন কিনা এই ১০ জন বিক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলার, তা নিয়েই শুরু হয়েছে শহর জুড়ে জল্পনা।প্রসঙ্গত উল্লেখ্য, ডিসেম্বরের শেষে পুরপ্রধানের বিরুদ্ধে পুরসভাতেই অবস্থান বিক্ষোভে বসেছিল পুরসভার ১০ বিক্ষুব্ধ তৃনমূল কাউন্সিলার। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে সেই সময় বিক্ষোভ তুলে নিলেও সমস্যার যে সমাধান হয়নি, তার প্রমান মিলল বুধবারের ঘটনায়।