কাউন্সিলারদের একে অপরের মধ্যে মতবিরোধ দূর করার বিষয়ে দীর্ঘ ৩ ঘণ্টার বেশী বৈঠক চললো গত শুক্রবার!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : আগামী ২১/২২ জানুয়ারি রাজ্য জুড়ে সংহতি দিবস পালন সহ দলীয় নেতৃত্ব ও কাউন্সিলারদের একে অপরের মধ্যে মতবিরোধ দূর করার বিষয়ে দীর্ঘ ৩ ঘণ্টার বেশী সময় ধরে চলে বৈঠক। পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে শুক্রবার রাত পর্যন্ত এই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী মানস ভূঁইয়া, বিধায়ক জুন মালিয়া, দলের জেলা সভাপতি সুজয় হাজরা, পুরসভার পুরপ্রধান সৌমেন খান সহ দলের ২০ জন কাউন্সিলার। বৈঠক শেষে মন্ত্রী মানস ভূঁইয়া বলেন, গনতন্ত্রে মতের ফারাক এটা স্বাভাবিক আবার গনতন্ত্রে মতানৈক্য দুরে সরিয়ে একত্রিত হয়ে কাজ করাও সম্ভব। তবে একদিকে তিনি বললেন কোন দ্বন্ধ নেই, আবার অপরদিকে বললেন সব মিটে যাবে। অন্যদিকে দলের মধ্যে মতবিরোধ, দ্বন্ধকে বাড়ির বড়বৌদির সঙ্গে ছোটবৌদির রাগ অভিমানের সঙ্গে তুলনা করলেন বিধায়ক জুন মালিয়া। তবে আগামী দিনে একসঙ্গে চলার বার্তাও দেন তিনি।অপরদিকে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতিও জানালেন, সবাইকে একসঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে এগিয়ে চলার কথা বলা হয়েছে এবং আগামীদিনে কাজ করতে করতে কাজের মধ্য দিয়েই মতবিরোধ মিটবে।তবে বৈঠকের পরেই বৈঠকস্থল ছেড়ে চলে যান অধিকাংশ কাউন্সিলররাই।দলের নেতৃত্বদের বৈঠকে দলীয় নেতৃত্ব ও কাউন্সিলারদের মধ্যে মতবিরোধ যে মেটানো সম্ভব হয়নি, তা কার্যত দলীয় নেতৃত্বের বক্তব্যে পরিস্কার। মেদিনীপুরে দলের অবস্থান কি হবে আগামীদিনে, সেদিকে তাকিয়ে জেলার রাজনৈতিক মহল।