মেদিনীপুর শহরে আদালতের নির্দেশে অবৈধ নির্মাণ ভাঙাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ স্থানীয়দের!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : আদালতের নির্দেশে ২৯শে মে, বৃহস্পতিবার অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে আক্রান্ত পুলিশ ও পৌরসভার কর্মীরা। ঘটনায় কোতওয়ালী থানার পুলিশের তরফে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে চার জনকে। মেদিনীপুর শহরের খাপ্রোল বাজার এলাকার ঘটনাকে ঘিরে উত্তেজনা এলাকায়। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। বিকেল নাগাদ পৌরপ্রধান সৌমেন খান বলেন, আদালতের নির্দেশের পর নোটিশ দেওয়া ছাড়াও, দু-দু'বার ওই ব্যক্তি এবং তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে পৌরসভাতে শুনানি হয় কোতোয়ালী থানার পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে।
BLRO, SDO-র তরফেও নির্দেশ আসার পর আজ আমরা ওই প্রাচীর ভেঙে রাস্তা পরিষ্কার করার জন্য যাই। প্রথমে ওই পরিবারের তরফে বাধা দেওয়া হয় এবং তারপর রীতিমত হামলা চালানো হয়েছে। আমাদের দুই কর্মী, দু'জন পুলিশ জখম হয়েছেন। আমাদের জেসিবি ভেঙে দেওয়া হয়েছে। আমরা কোতোয়ালী থানায় FIR দায়ের করেছি।" তিনি এও জানান, অশান্তির কারণে এদিন কাজ সম্পূর্ণ করা যায়নি। শুক্রবার ওই প্রাচীরের অবশিষ্ট অংশ ভেঙে ফেলা হবে। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, "এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি তথা ওই পরিবারের সদস্যদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।