শেষবারের মতো বিশ্বকাপে নামছেন রোনাল্ডো, অনিশ্চয়তায় মেসি – ছ’নম্বর বিশ্বকাপে দেখা যাবে কি দুই কিংবদন্তিকে?

নিজস্ব সংবাদদাতা :  ফুটবলের দুই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি — দু’জনেই পেরিয়ে গেছেন পাঁচটি বিশ্বকাপের পথ। এবার সামনে ২০২৬ সালের বিশ্বকাপ, যা অনুষ্ঠিত হতে চলেছে আমেরিকার মাটিতে। ফুটবল বিশ্ব এখন প্রশ্ন করছে — এই দুই কিংবদন্তিকে কি আবার একসঙ্গে দেখা যাবে বিশ্বকাপের মঞ্চে? সৌদি আরবের একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজের পরিকল্পনা স্পষ্ট করে দিয়েছেন রোনাল্ডো। জানিয়েছেন, “অবশ্যই, ২০২৬ সালের বিশ্বকাপই আমার শেষ। তখন আমার বয়স হবে ৪১ বছর।” তাঁর বক্তব্য থেকে পরিষ্কার, এখনও ফুটবলের প্রতি সেই আগ্রহ, সেই তাগিদ অটুট। সিআর৭ আরও জানিয়েছেন, তিনি আরও এক বা দু’বছর খেলতে চান। অর্থাৎ, সম্ভাবনা রয়েছে—দেশের হয়ে শেষ বিশ্বকাপ খেলেই পেশাদার ফুটবল থেকে অবসর নেবেন এই পর্তুগিজ তারকা।

অন্যদিকে লিওনেল মেসি কিন্তু রেখেছেন অনিশ্চয়তার জায়গা। ২০২২ সালে তাঁর নেতৃত্বে আর্জেন্টিনা জিতেছিল কাতার বিশ্বকাপ। ফলে ২০২৬ সালে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে নামবে তারা। কিন্তু মেসি পরিষ্কার জানিয়েছেন, তিনি কখনওই দলের ‘বোঝা’ হয়ে উঠতে চান না। এক সাক্ষাৎকারে মেসি বলেন, “আমরা আগের বার বিশ্বকাপ জিতেছি, তাই এই টুর্নামেন্ট আমাদের কাছে বিশেষ। কিন্তু আমি যদি ১০০ শতাংশ ফিট না থাকি, তবে খেলব না। কারণ, দলের ক্ষতি করতে চাই না।”

মেসির এই মন্তব্য থেকেই বোঝা যাচ্ছে, আর্জেন্টিনার এই অধিনায়ক নিজেই নিজের শারীরিক ও মানসিক প্রস্তুতি বিচার করে সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন, “বিশ্বকাপের আগে আমাদের কিছু ম্যাচ আছে। সেগুলো খেলে বুঝব, আমি ফিট কিনা। কারণ, ফুটবলে বিশ্বকাপের থেকে বড় কিছু নেই।” অর্থাৎ, রোনাল্ডো ইতিমধ্যেই ঘোষণা করেছেন তাঁর শেষ নাচের সময় এসে গেছে। আর মেসি অপেক্ষা করছেন সঠিক সময়ের জন্য। ফুটবল দুনিয়ার চোখ এখন তাদের দিকেই—দুই কিংবদন্তি কি শেষবারের মতো একসঙ্গে বিশ্বমঞ্চে নামবেন? সময়ই দেবে তার উত্তর।