এম আর সি সি তে অনুষ্ঠিত হলো অবিচ্ছিন্ন পুনর্বাসন শিক্ষার (CRE) প্রশিক্ষণ শিবির!
নিজস্ব সংবাদদাতা : ভারত সরকারের পুনর্বাসন মন্ত্রলায় (RCI) কর্তৃক অনুমোদিত অবিচ্ছিন্ন পুনর্বাসন শিক্ষার (CRE)অঙ্গ হিসাবে অন্তর্ভুক্তি মূলক শিক্ষার প্রতিবন্ধকতা ও কৌশল সমূহ নিয়ে একটি তিন দিনের কর্মশলার উদ্বোধন হলো শনিবার। অখণ্ড মেদিনীপুরের প্রাচীনতম বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিষ্ঠান (১৯৮১) মেদিনীপুর রিহ্যবিলেটেশন সেন্টার ফর চিলড্রেন পালবাড়ি ক্যাম্পাসে।
তিনদিনের প্রশিক্ষনের সূচনা পরবে বক্তব্য রাখেন সংস্থার সম্পাদক নন্দদুলাল ভট্টাচার্য্য, কোষাধ্যক্ষ অনাদি কুমার জানা, সহ সম্পাদক অমিত কুমার সাহু।উপস্থিত ছিলেন সংস্থার সহ সভাপতি সৌমেন ঘোষ, সহ সম্পাদক প্রশান্ত মহাপাত্র, প্রশিক্ষনের কোঅর্ডিনেটর সঞ্জয় কুন্ডু, সঞ্চালক সনাতন হাজরা সহ প্রশিক্ষক ও অন্যান্যরা।আমাদের রাজ্যের বিভিন্ন জেলা থেকে ১৫০ জন ডি এড (স্পেশাল) এডুকেশনের সঙ্গে যুক্ত শিক্ষক শিক্ষিকা ও পেশাগত ডিগ্রিধারী শিক্ষার্থীরা।তিনদিন ধরে ১৬ জন বিশেষজ্ঞ সম্পন্ন ব্যক্তিরা প্রশিক্ষণ দেবেন।এই কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা আর সি আই নির্ধারিত ১৮ পয়েন্ট পাবেন। যা আগামীদিনে তাদেরকে কর্মজীবনের পেশাদারীত্বকে বৃদ্ধি করবে।