ক্রিকেট পাগল ও বিরাট কোহলির ভক্ত একদল ছাত্র মিলে যাত্রা শুরু করলো হেল্প ফাউন্ডেশন!
ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের ক্রিকেটপ্রেমী এবং বিরাট কোহলি ভক্তদের একটি দল অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে হেল্প ফাউন্ডেশন গঠন করে। ২৭শে জুন রথযাত্রার দিন এই ফাউন্ডেশন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। নয়াগ্রামের সুবর্ণরেখা নদীর তীরে দাহি পার্কে একটি ঘরোয়া সভার মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। অনিকেত আচার্যকে সংগঠনের সভাপতি নির্বাচিত করা হয় এবং প্রতীক পরিহারীকে সম্পাদক করা হয়। আজকের সভায় কৃষ্ণেন্দু পরিহারী, অবিনাশ পরিহারী এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন। দিনের প্রথম সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়। সভার শেষে সকলকে মিষ্টি পরিবেশন করা হয়। এছাড়াও, মানবতার সেবা করতে ইচ্ছুক ব্যক্তিদের তাদের সংগঠনে যোগদান এবং তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে সংগঠনটি।