খলনায়ক থেকে নায়ক, আলবেনিয়ার কাছেও ধরা পড়ল ক্রোয়েশিয়া!
নিজস্ব সংবাদদাতা : দুই দলই নিজেদের প্রথম ম্যাচ হেরেছিল। তাই এই ম্যাচে জয় দরকার ছিল তাদের।সেই কারণে ক্রোয়েশিয়া ও আলবেনিয়া শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। পিছিয়ে পড়েও লড়াই ছাড়ল না আলবেনিয়া ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ড্র করল তারা।এর ফলে চাপ বাড়ল ক্রোয়েশিয়ার উপর। প্রথমে ১১ মিনিটের মাথায় এগিয়ে যায় আলবেনিয়া। দ্বিতীয়ার্ধে জোড়া গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। সংযুক্তি সময়ে আবার গোল করে আলবেনিয়া। শেষ পর্যন্ত ২-২ গোলে শেষ হয় খেলা। ড্র হলেও গোটা ম্যাচে টান টান লড়াই হল। কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়ল না। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ড্র করে ইউরো কাপের নক আউটের লড়াইয়ে টিকে রইল আলবেনিয়া। ১১ মিনিটের মাথায় এগিয়ে যায় আলবেনিয়া। গোল খাওয়ার পরে শোধ করার জন্য আক্রমণে লোক বাড়ায় ক্রোয়েশিয়া। দলকে খেলায় রাখেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক। ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় আলবেনিয়া। দ্বিতীয়ার্ধের শুরুতে অনেক সুযোগ তৈরি করতে থাকে ক্রোয়েশিয়া। যত সময় গড়াচ্ছিল তত ক্লান্ত লাগছিল আলবেনিয়ার ফুটবলারদের। ৭৪ মিনিটে সমতা ফেরান ক্রোয়েশিয়া। দু’মিনিট পরেই আবার এগিয়ে যায় ক্রোয়েশিয়া। তার পরেও হাল ছাড়েনি আলবেনিয়া। সংযুক্তি সময়েও লড়াই জারি রাখে তারা। একেবারে শেষ মুহূর্তে বক্সের মধ্যে থেকে বাঁ পায়ের শটে গোল করেন জাসুলা (Klaus Gjasula)। তিনিই আত্মঘাতী গোল করেছিলেন। সেই তিনিই গোল করে সমতা ফেরান। হয়ে ওঠেন খলনায়ক থেকে নায়ক।