খড়গপুর মালঞ্চে মুন লাইট ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠান!

অরিন্দম চক্রবর্তী : খড়গপুর শহরের মালঞ্চ মুন লাইট ক্লাবের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো । ক্লাবের পার্শ্বস্থ সভাগৃহে কচিকাঁচাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি চারজন খুদে পড়ুয়া কে খাতা,পেন, চকলেট দিয়ে সম্বর্ধনা দেয়া হয়। সেই সঙ্গে আর্য বিদ্যাপীঠ থেকে এ বছর উচ্চমাধ্যমিকে বেশি নম্বর পেয়ে পাশ করে আইআইটি তে পড়ার সুযোগ পাওয়া ছাত্রী রিমা প্রধানকে বিশেষ সম্বর্ধনা দেয়া হয়। এদিন গত শনিবার অর্থাৎ একুশে জুন অংকন প্রতিযোগিতার অংশগ্রহণকারীদের পুরস্কার তুলে দেন খড়্গপুর বইমেলা কমিটির সম্পাদক দেবাশীষ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার দাশগুপ্ত, মোহর ফাউন্ডেশন এর কর্ণধার রিঙ্কু চ্যাটার্জী, সমাজসেবী অভিজিৎ ঘোড়ুই। এক সংক্ষিপ্ত বক্তব্যে দেবাশীষ চৌধুরী বলেন-এই ধরনের অনুষ্ঠান যত বেশি হবে ততই ভালো। কারণ এখনকার বাচ্চারা মাঠে খেলার থেকে মোবাইল দেখতে বেশি ব্যস্ত।

এর ফলে ওরা মোবাইলের খারাপ দিক বেশি গ্রহণ করছে। দীপক কুমার দাশগুপ্ত বলেন-পাড়ার শিশু সন্তানদের নিয়ে এসব অনুষ্ঠান করলে পাড়ার পরিবেশ ভালো থাকবে। রিংকু চ্যাটার্জী বলেন-এখানে বিভিন্ন খুদে শিল্পীদের প্রতিভা আমাদের সকলকে মুগ্ধ করছে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গৌতম রায়। সমগ্র অনুষ্ঠান পরিকল্পনায় ছিলেন ক্লাব সম্পাদক সন্তোষ চ্যাটার্জী। মুন লাইট ক্লাব ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। ক্লাবটি প্রতিবছর কার্তিক পুজো করে এলাকায় বিশেষ সুনাম অর্জন করেছে।