সুপার সাইক্লোন সাগর থেকে দূরে সরলেও ক্যানিং থেকে মাত্র ৭০ কিমি দূরে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও এবার ভারী বৃষ্টির সম্ভাবনা !

নিজস্ব সংবাদদাতা : IMD সর্বশেষ ওয়েদার আপডেট অনুসারে সাগর দ্বীপ থেকে ১৫০ কিমি উত্তর পূর্ব, বাংলাদেশে থেকে ১১০ কিমি উত্তর পশ্চিম, পশ্চিমবঙ্গের ক্যানিং থেকে ৭০ কিমি উত্তর পূর্ব, এবং বাংলাদেশের মংলা থেকে ৩০ কিমি পশ্চিম-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে ৷ শক্তি হারালেও এখনও ভারী থেকে অতি ভারী বৃষ্টি ঘটানোর ক্ষমতা রয়েছে এই সাইক্লোনের ৷ সারা রাত সাইক্লোনের দমকা হাওয়া ও লাগাতার বৃষ্টির পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশ সামান্য পরিষ্কার হলেও বেলা বাড়তেই ফের একবার বৃষ্টি শুরু হয়েছে ৷ দক্ষিণবঙ্গের কলকাতা সহ একাধিক জেলায় চলবে ঝড়-বৃষ্টি ৷ ঘণ্টায় ৪০ কিমি গতিতে হাওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারি বৃষ্টি জারি থাকবে ৷ এদিকে ক্রমশ উত্তরমুখী হচ্ছে এই সাইক্লোনিক স্টর্ম এর জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতেও এবার ভারী বৃষ্টির সম্ভাবনা ৷ আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে যে ওয়েদার আপডেটে সতর্কবার্তা দেওয়া হয়েছে তাতে উত্তরবঙ্গের একাধিক জেলায় রেড অ্যালার্ট জারি হয়েছে ৷ গভীর রাত থেকে নয়, এ দিন ভোর থেকেই শুরু হয়েছে রিমলের জেরে বৃষ্টি ও হালকা ঝড়। সকাল থেকেই শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। মালদহ সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় মেঘলা আকাশ রয়েছে। নিম্নচাপের প্রভাব পড়েছে সুপার সাইক্লোন রিমলের জেরে । তবে আগামীতে জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।