ডালমিয়া ভারত ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি ছাত্র সম্বর্ধনা ও শিক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠান!
পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : ডালমিয়া ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত মেদিনীপুরের কুইকোটার সুকান্ত পল্লীতে অবস্থিচ ডালমিয়া ইনস্টিটিউট অফ নলেজ এন্ড স্কিল হারনেসিং কেন্দ্রে একটি মহতী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।এই অনুষ্ঠানে এই কেন্দ্র থেকে অ্যাসিস্ট্যান্ট ইলেক্ট্রিসিয়ান কোর্স সম্পন্ন করা বেশ কিছু শিক্ষার্থী,যারা নিজ নিজ প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছে, তাদেরকে ডালমিয়া ভারত ফাউন্ডেশন ও স্নাইডার ইলেকট্রিক ফাউন্ডেশনের তরফে এর তরফে কিছু ইলেকট্রিশিয়ান কীট প্রদান করে সংবর্ধনা জানানো হয়। এছাড়া 'বস ব্রিজ' ও ডালমিয়া ভারত ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে চলা সফ্ট স্কিল ডেভেলপমেন্টের ২৫ জন ছাত্রছাত্রীকে ব্যাগ, টি শার্ট ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি আসন অলংকৃত করেন ডিসিবিএল শালবনি সিমেন্ট কারখানার এইচ আর প্রধান সুধীর রঞ্জন মহান্তি ও ডিসিবিএল শালবনি সিএসআর প্রধান শ্যাম সুন্দর সুয়ার। এছাড়াও বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুইকটা শঙ্করী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মিহির কুমার বাগ,কাশীজোড়া গ্রাম পঞ্চায়েতের সদস্যা ডলি সিংহ,শিরোমণি গ্রাম পঞ্চায়েত সদস্যা সবিতা কারক, তলকুই গ্রাম পঞ্চায়েত সদস্যা রীতা মাইতি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। উপস্থিত অতিথিবৃন্দ ডালমিয়া ভারত ফাউন্ডেশনের এই কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন।