হুগলির শিল্পগর্ব ডানলপ আজ অতীতের অন্ধকারে!
নিজস্ব সংবাদদাতা: দেশের প্রথম টায়ার প্রস্তুতকারী কারখানা ডানলপ। সেই উজ্জ্বল ইতিহাস আজ অন্ধকারে হারিয়ে গেছে। এক সময় এই কারখানার শ্রমিকরা বুক ফুলিয়ে বলতেন, তাঁরা ডানলপের শ্রমিক। বিশ্বকর্মা পুজো ছিল তাঁদের কাছে দুর্গাপুজোর থেকেও বড় আনন্দের উৎসব।কর্মচঞ্চল তিনটি শিফ্টের কাজ, হাজারও শ্রমিকের ব্যস্ততা আর কারখানার ভিতরে উৎসবমুখর পরিবেশ সব কিছু যেন মুহূর্তের মধ্যে মিলিয়ে গিয়েছে।২০১১ সালে সাসপেনশনের নোটিস ঝোলার পর থেকে বন্ধ হতে থাকে উৎপাদন। সেই সঙ্গে ধ্বংসের দিকে গড়াতে থাকে শ্রমিকদের স্বপ্ন। কেউ বকেয়া পিএফ-গ্র্যাচুইটির দাবিতে রাস্তায় নামেন, কেউ আবার কাঁচামাল সরবরাহের টাকা না মেলায় মামলা ঠোকেন কলকাতা হাই কোর্টে। ২০১৭ সালে আদালতের নির্দেশে ডানলপ লিকুইডেশনে চলে যায়। সাহাগঞ্জ ও আম্বাতুরের সমস্ত সম্পত্তি নিলামে তোলার সিদ্ধান্ত হয় আদালতের রায়ে। তবু শেষ আশায় প্রাক্তন শ্রমিকেরা দিন গুনতে থাকেন, হয়তো আবার জেগে উঠবে ডানলপ, খুলবে গেট।