বাবার জন্মদিনে ক্যান্সার রোগীদের জন্য চুল দান করলো কন্যা!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : বাবার জন্মদিনে ক্যান্সার রোগীদের জন্য চুল দান করলো অরুশী রায়।মেয়েদের কাছে তাঁর ঘন কেশ রাশি সৌন্দর্যের অন্যতম অংশ। তবে সেই কেশ রাশি হারিয়ে ফেলতে হয় মারণ ক্যান্সার রোগের কারণে। ক্যান্সার শরীরে থাবা বসলে অনেক রোগীকেই কেমোথেরাপির জন্য হারিয়ে ফেলতে হয় তাঁর সৌখিন চুলকে। সেই সমস্ত ক্যান্সার রোগীদের কথা ভেবে এগিয়ে এলেন মেদিনীপুর শহরের ৮ নম্বর ওয়ার্ডের চাষী পাড়ায় বছর ১১ শিশু কন্যা অরুশী রায়। পহেলা বৈশাখ বাবা মনি কাঞ্চন রায় এর জন্মদিন। সেই জন্মদিনের বাবাকে উপহার দিল কন্যা তার নিজের ১২ ইঞ্চি লম্বা চুল কেটে মুম্বাইয়ের স্বেচ্ছাসেবী সংগঠন মদত ট্রাস্টে এর হাতে তুলে দেয় ১১ বছরের অরুশী রায় । বাবার জন্মদিনে এই সমাজে ক্যান্সার রোগীর জন্য মুম্বাইয়ের স্বেচ্ছাসেবী সংগঠন মদত ট্রাস্টে কে চুল দান করা জন্য অরুশী রায়। পরিবার থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকারা ধন্যবাদ জানাই।খড়গপুর শহরের ইংলিশ মিডিয়াম গ্রিফিন্স ইন্টারন্যাশনাল স্কুলে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী অরুশী রায়। সমাজের দায়বদ্ধতা পাঠ ছোট থেকে পেয়েছে বাবার কাছ থেকে। বাবা তার একমাত্র আদৰ্শ। বাবার সমাজের প্রতি দায়বদ্ধতা দেখে ওর এই নিজস্ব ইচ্ছে ছোটবেলা থেকেই সমাজের পাশের দাঁড়ানো। প্রায় ৩ বছর নিজের চুল না কেটে বড়ো করেছে প্রায় ১২ ইঞ্চি লম্বা। সেই ১২ ইঞ্চি লম্বা চুলকে এই দিন সেই সোখের চুল কেটে ক্যান্সার রোগীদের উৎসর্গ করলেন অরুশী রায়।