পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরে তালবাগিচা মাঠে সংঘশ্রী ক্লাবে এবারে চ্যাম্পিয়ন মেদিনীপুর SBXI টীম!

নিজস্ব সংবাদাতা:  পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরে সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়ে ছিল ২৪শে আগস্ট রবিবার খড়্গপুর শহরে তালবাগিচা হাসপাতাল মাঠে সংঘশ্রী ক্লাবের উদ্যোগে। খড়্গপুর শহরে তালবাগিচা হাসপাতাল মাঠে সংঘশ্রী ক্লাবে ২৬ তম বর্ষ স্বর্গীয় রমেশ চন্দ্র পাল এবং স্বর্গীয়া জোতির্ময়ী পালের স্মরণে এক দিনের দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতা শুরু হয় রবিবার সকাল থেকে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকা সত্বেও হাজার হাজার মানুষের ভিড়ে উপচে পরে ছিল তালবাগিচা হাসপাতাল মাঠে।

পুরো প্রতিযোগিতায় হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছে। দুরন্ত পাস, ড্রিবল মাঠ ভর্তি দর্শকদের আনন্দ দিয়েছে। খেলা দেখতেও প্রচুর মানুষ মাঠে হাজির হয়েছিলেন।

খেলাটির উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি ও বিধায়ক অজিত মাইতি,নেপাল সিংহ,প্রদীপ সরকার,সন্দীপ সিংহ,জহরলাল পাল,বিক্রম প্রধান,প্রদ্যুৎ ঘোষ,অজয় বাকলি, অসিত পাল,আবির আগরওয়াল ও তালবাগিচা সংঘর্ষি ক্লাবের সদস্যবৃন্দ প্রমুখ।

এবারের ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে SB ইলেভেন টীম। ক্লাবের সম্পাদক অসিত পাল বলেন পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরের জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট, প্রায় সোমবার সকাল ৫:৩০ সময় টুর্নামেন্টটি শেষ হয়।

চমৎকারের বিষয় হলো SB ইলেভেন টীমের নতুন জার্সি উদ্বোধন হয় রবিবার সকালে। এই ক্লাবের জার্সি পরে খেলেছিলেন চ্যাম্পিয়ন টীম।