খড়গপুরে প্রতিবন্ধী দিবসে উপলক্ষে খুদেদের হাতে উপহার তুলে দিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার!
নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে খড়গপুর টাউন থানার ব্যবস্থাপনায় বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন হল একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে। এদিন খড়গপুর পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ড থেকে বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা থেকে বড় মিলে প্রায় ৪০ জনের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালী, খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার সন্ধিপ সেন, খড়গপুরের এসডিপিও ধীরাজ ঠাকুর, খড়গপুর টাউন থানার আইজি পার্থ সারথি পাল সহ অনান্য পুলিশ কর্মীরা।
এদিন পুলিশ সুপার বলেন, খড়গপুর শহর সহ পশ্চিম মেদিনীপুর জেলার মানুষের নিরাপত্তার দায়িত্ব আমাদের। আমাদের সমস্ত পুলিশ কর্মীদের ধন্যবাদ এত কম সময়ের মধ্যে ওনারা এত তাড়াতাড়ি এই সুন্দর পোগ্রামটা সাজিয়ে তোলার জন্য।