ডেবরার বিধায়ক তথা প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির তুমুল বিতর্কের মুখে!
নিজস্ব প্রতিবেদন : নেপালে গণঅভ্যুত্থানে বিদায় নিয়েছে কেপি শর্মা ওলির সরকার। জেন-জি আন্দোলনে অগ্নিগর্ভ নেপাল। ইতিমধ্যে দেশের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করে দেশ ছেড়েছেন বলে খবর। তাতেও উত্তেজনা কমেনি দেশজুড়ে। ইতিমধ্যে নেপালের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাসভবন থেকে শুরু করে বিভিন্ন সরকারি ভবনে ভাংচুর চালিয়ে আগুন লাগিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। সেই রাজ্যে সরকারি অফিস, মন্ত্রীদের বাসভবন থেকে সংসদ সব পুড়িয়ে দিয়েছে উত্তেজিত জনতা। আর সেই প্রেক্ষাপটে এবার ডেবরার বিধায়ক তথা প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির বিস্ফোরক একটি পোস্ট করলেন ফেসবুকে।
সেখানে তিনি লিখলেন, 'কবে যে আমাদের দেশের তানাশাহীদের এই হাল হবে! অহিংস পথে দুর্নীতির শিরোমণিদের মুখোশ খুলে যাবে! আর কবে? আর কবে? আপনারাও কি আমার মতো স্বপ্ন দেখেন?' এদিকে রাজ্যের শাসকদলের নির্বাচিত এক বিধায়ক কেন এমন কথা বলবে, তা নিয়ে প্রশ্ন উঠছে। শুরু হয়েছে বিতর্ক।