দিল্লি বিমানবন্দরের জলের চাপে বেলুনের মতো ফুলে গিয়ে ফেটে পড়ল ছাউনির মাথাটি!
নিজস্ব সংবাদদাতা : শনিবার সন্ধ্যা থেকেই দেশের রাজধানীতে লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া বিভাগ।রাস্তাঘাট যেমন জলমগ্ন, তেমনই ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিষেবাও বিঘ্নিত হয়েছে।এই পরিস্থিতিতে প্রবল ঝড় এবং বৃষ্টির ফলে দিল্লি বিমানবন্দরের ছাদের একটি অংশ ধসে পড়ে যায়। এই ঘটনায় তড়িঘড়ি পদক্ষেপ নিয়েছেন দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর।সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়ো দেখা গিয়েছে, দিল্লি বিমানবন্দরের বাইরে বৃষ্টির কারণে ধীরে ধীরে জল জমছে ছাউনির মাথায়। ওই ছাউনির নীচেই আশ্রয় নিয়েছেন বেশ কয়েকজন যাত্রী। দাঁড়িয়ে রয়েছে গাড়ি। হঠাৎ করে জলের চাপে বেলুনের মতো ফুলে গিয়ে ফেটে পড়ল ছাউনির মাথাটা। হুহু করে নামল বৃষ্টির জল। জলোচ্ছাস দেখে চোখ কপালে উঠল ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীদের। এদিকে, দুর্যোগের জেরে ৪৯টি বিমান দিল্লিতে নামতে পারেনি। ঘুরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয় সেগুলিকে। ওই সমস্ত বিমানের মধ্যে ১৭টি আন্তর্জাতিক বিমানও ছিল। রাত ১১টা বেজে ৩০ মিনিট থেকে ভোর ৫.৩০টা পর্যন্ত ছ’ঘণ্টায় ৮১.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাতভর বৃষ্টিপাতের কারণে দিল্লির সঙ্গে বিমানবন্দরের সংযোগকারী প্রধান আন্ডারপাসে তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। যার জেরে কয়েক ডজন যানবাহন ডুবে গিয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে।