শেষে তিহাড় জেলে ঠাঁই হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীর !

নিজস্ব সংবাদদাতা : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজত রাখার নির্দেশ দিল দিল্লির বিশেষ সিবিআই আদালত৷এই নির্দেশের পরই কেজরিওয়ালকে তিহাড় জেলে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছে পুলিশ৷ এ দিন রাউজ অ্যাভিনিউ কোর্টে ইডির হয়ে সওাল করতে দিতে গিয়ে অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু জানান, এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি আর দিল্লির মুখ্যমন্ত্রীকে হেফাজতে চাইছে না৷ এতদিন ইডি হেফাজতে ছিলেন কেজরিওয়াল৷ দিল্লির তিহাড় জেলে রাখা হবে অরবিন্দ কেজরিওয়ালকে। পয়লা এপ্রিল সোমবারই তাঁকে সেখানে নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে। জেলে কেজরিওয়াল তিনটি বই নিয়ে যাওয়ার জন্য অনুমতি চেয়েছেন।