মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সরকারি বাসভবন থেকে শনিবার বিভব কুমার গ্রেফতার!
নিজস্ব সংবাদদাতা : আপের রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালকে শারীরিক ভাবে নিগ্রহের ঘটনায় গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘনিষ্ঠ তথা তাঁর আপ্তসহায়ক বিভব কুমার।দিল্লি পুলিশের অতিরিক্ত ডিসিপি এবং এসিপির নেতৃত্বে একটি দল মুখ্যমন্ত্রীর বাসভবনে যান। সেখানে রাঘব চাড্ডা ছাড়াও ছিলেন অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সহকারী অভিযুক্ত বিভব কুমার। তাঁকে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। বিভব কুমার বলেন, তিনি তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন। FIR অনুসারে মালিওয়ালকে সাত-আট বার চড় মেরেছিলেন বিভব কুমার। পাশাপাশি বুকে ও পেটে লাথি মারারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। একই সঙ্গে পুলিশকে স্বাতী জানিয়েছেন, বিভব কুমার তাকে খুনের হুমকিও দিয়েছিল। আপ রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালের হেনস্তার ঘটনায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির একাধিক সিসিটিভি ফুটেজ সংগ্রহ করল দিল্লি পুলিশ ৷