ঘন ধোঁয়াশায় ঢাকা দিল্লি,জারি দূষণ নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ পদক্ষেপ সোমবার পর্যন্ত !

নিজস্ব সংবাদদাতা : রাজধানী দিল্লির অবস্থা ভালো নেই। ঢেকে রয়েছে ঘন ধোঁয়াশায়। ইতি মধ্যেই দূষণ পরিস্থিতির কথা মাথায় রেখে অনলাইন মাধ্যমে দিল্লির সমস্ত কলেজ গুলিতে শুরু হয়েছে পঠনপাঠন। যে হেতু সব শিশু ইন্টারনেট পরিষেবা পায় না তাই দু’ভাবেই পঠনপাঠন চলবে দেশের রাজধানীর স্কুলগুলিতে। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল আগামী সোমবার পর্যন্ত দূষণ নিয়ন্ত্রণের জন্যসর্বোচ্চ পদক্ষেপ (গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান বা জিআরএপি-৪) চালু থাকবে। এই অবস্থায় মূলত জিআরএপি-৪ চালু থাকলে জরুরি পণ্য ছাড়া অন্য পণ্য পরিবাহী গাড়ি ভিন্‌রাজ্য থেকে প্রবেশ করতে পারে না। তারই মধ্যে দিল্লিতে এই অভিযোগ পাওয়া গিয়েছে যে আটার বস্তায় করে সিমেন্ট আনা হয়েছে। এই নিয়ে দিল্লি সরকারের পরিবহণ দফতরকে ভর্ৎসনা করেছে বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসিহ্‌র বেঞ্চ।