পাঁশকুড়া থানার গোঁসাইবেড়ে চিপস চুরির অপবাদের ঘটনায় সপ্তম শ্রেণীর ছাত্রের মর্মান্তিক মৃত্যুর সাথে জড়িত সমস্ত দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে জেলা পুলিশ সুপারকে স্মারকলিপি!
নিজস্ব সংবাদদাতা : পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার অন্তর্গত কেশাপাট গ্রাম পঞ্চায়েতের গোঁসাইবেড় এলাকায় গত রবিবার ১৮ই মে সপ্তম শ্রেণীর ছাত্র কৃষ্ণেন্দু দাসের চিপস চুরির অপবাদের কারণে গতকাল যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, যা খুবই বেদনাদায়ক। পাশাপাশি ২২শে মে ওই কিশোর মারা যাওয়ার পর মৃতদেহ অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিতের বাড়ির সামনে রেখে স্থানীয় জনসাধারণের যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ এবং সেই প্রতিবাদকারীদের উপর পুলিশের নির্মম লাঠিচার্জ ও ৬ জনকে গ্রেফতার সব মিলিয়ে এলাকার পরিবেশ উত্তপ্ত হয়ে রয়েছে। এ বিষয়ে অবিলম্বে উপযুক্ত তদন্ত করে ওই মর্মান্তিক ঘটনার সাথে যুক্ত সিভিক ভলেন্টিয়ার সহ সমস্ত দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে আজ নাগরিক সুরক্ষা কমিটির পক্ষ থেকে জেলা পুলিশ সুপারের নিকট স্মারকলিপি পেশ করা হয়।কমিটির মুখপাত্র নারায়ণ চন্দ্র নায়ক অভিযোগ করেন,সামান্য চিপস চুরির তথাকথিত অভিযোগকে ভিত্তি করে সিভিক পুলিশের বাড়াবাড়ির কারণে মর্মান্তিক এই ঘটনা ঘটলো। অন্যদিকে ওই ঘটনায় মৃত কিশোরের মৃতদেহ বাড়িতে আনা হলে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হতে পারে,এ ব্যাপারে পুলিশের অনুমান করা কোন কষ্টসাধ্য বিষয় ছিলনা। কিন্তু পুলিশ এ বিষয়ে কোন আগাম পদক্ষেপ গ্রহণ না করায় ওই ঘটনার পর জনতার উপর পুলিশের লাঠিচার্জ ও ৬ জনকে গ্রেফতারের মত অনভিপ্রেত ঘটনা ঘটলো। যা খুবই দুঃখজনক।অবিলম্বে ওই মর্মান্তিক ঘটনার উপযুক্ত তদন্ত করে ঘটনার সাথে যুক্ত সমস্ত দোষী ব্যক্তিদের শাস্তি প্রদানের জন্য আমরা আজ "নাগরিক সুরক্ষা কমিটি"র পক্ষ থেকে জেলা পুলিশ সুপারকে স্মারকলিপি দিয়েছি। আশা করছি উনি এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন।