রাস্তার উপর ট্রাফিক পুলিশের অত্যাচার বন্ধ করার জন্য জেলাশাসক দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : অবিলম্বে মোহনপুর ব্রীজের উপর দিয়ে সমস্ত গাড়ি চলাচল করতে দেওয়া, বৈধ বালি খাদান হইতে যে সমস্ত ওভারলোড গাড়ি লোড হচ্ছে, তা বন্ধ করা, রাস্তার উপর ট্রাফিক পুলিশের অত্যাচার বন্ধ করা, অবিলম্বে RTO/MVI এর অত্যাচার বন্ধ করা, বালি ও পাথর গাড়ির উপর BLRO দের জুলুম বন্ধ করা, বালি খাদানের লোড হওয়া বালি গাড়ির C/O এর সময়সীমা বাড়ানো দাবিতে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন দিল পশ্চিম মেদিনীপুর জেলা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। এদিন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি মিছিল করা হয় মেদিনীপুর শহরে। মিছিল শেষে জেলাশাসক দপ্তরের গেটে বিক্ষোভ দেখায় সংগঠনের নেতা কর্মী সদস্যরা। পরে জেলা প্রশাসনকে ৬ দফা দাবিপত্র প্রদান করা হয়।