ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজ এর পক্ষ থেকে বিভিন্ন দাবিতে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসককে ডেপুটেশন!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজ এর পক্ষ থেকে বিভিন্ন দাবিতে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক কে ডেপুটেশন। এই দিন তুই কটা হেলিপ্যাড গ্রাউন্ড মাঠ থেকে প্রায় ৬০০ থেকে ৭০০ ধামসা মাদল বাজিয়ে ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজ, পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির আহবানে জেলাশাসক কে গণ ডেপুটেশন।আদিবাসী ভূমিজ সম্প্রদায়ের বক্তব্য জোর করে অন্যান্য সম্প্রদায় তাদের চিরাচরিত প্রথা , ঐতিহ্য এবং রীতিনীতকে নষ্ট করে চলেছে তাই তাদের বিরুদ্ধে নিজেদের ঐতিহ্যকে সংরক্ষণ করার উদ্দেশ্যে এই ডেপুটেশন। ভারতের স্বাধীনতা সংগ্রামে আদিবাসী ভূমিজ সম্প্রদায়ের বীরদের অবদান ও আত্মত্যাগকে তুলে ধরা,আদিবাসী ভুমিজ জাতির মাতৃভাষা লিপি-অল-অনল কে রাজ্যের দ্বিতীয় রাজ ভাষার স্বীকৃতি, ভূমিজ বিদ্রোহের মহানায়ক বীর শহীদ গঙ্গা নারায়ণ সিং এর মূর্তি স্থাপন এবং জন্মদিনের ছুটি ঘোষণা, আদিবাসী ভূমিজ অধ্যুষিত এলাকা গুলিতে মাতৃভাষায় (ভূমিজ ভাষাতে) পঠন পাঠন চালু করা, আদিবাসী সমাজের চিরাচরিত প্রথা অনুযায়ী মোড়ল, লায়া , ডাকুয়া প্রভৃতি প্রথাকে সরকারি স্বীকৃতি প্রদান। আদিবাসী ভূমিজ সমাজের গ্রাম্য ব্যবস্থার পদাকারী বিশিষ্ট ব্যক্তির মোড়ল, লায়া , ডাকুয়া, জনগুরু,ও পানি গিরাইদের সরকারি স্বীকৃতি এবং ভাতা দেওয়ার ব্যবস্থা করতে হবে।