মেদিনীপুর লোকসভা পুনরুদ্ধারে মরিয়া তৃণমূল-আসছেন অভিষেক !
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর লোকসভা বিজেপির দখলে গিয়েছিল গতবার। জিতেছিলেন দিলীপ ঘোষ। এ বার আসনটি পুনরুদ্ধারে মরিয়া তৃণমূল। শীঘ্রই খড়্গপুরে আসতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের এক সূত্রে খবর, সব ঠিক থাকলে ২২ এপ্রিল খড়্গপুরে ওই বৈঠক হতে পারে। অনুমান, খড়্গপুরের বৈঠকে নির্বাচনী কৌশল বাতলাবেন অভিষেক। মেদিনীপুর লোকসভার দলীয় নেতাদের নিয়ে সাংগঠনিক বৈঠক করতে পারেন তিনি। মেদিনীপুর লোকসভার অন্তর্গত ৭টি বিধানসভার মধ্যে দিলীপ ঘোষ গতবার খড়্গপুর সদরেই সবচেয়ে বেশি ‘লিড’ পেয়েছিলেন। এ বার তৃণমূল মেদিনীপুরে প্রার্থী জুন মালিয়া। গত মাসেই তাঁর সমর্থনে নারায়ণগড়ের বেলদায় সভা করে গিয়েছেন অভিষেক। যদিও তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা মানছেন, ২২ এপ্রিল খড়্গপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক বৈঠক হতে পারে। তবে বৈঠকের স্থান চূড়ান্ত হয়নি। সম্প্রতি ঝাড়গ্রামে সাংগঠনিক বৈঠক করেছেন অভিষেক। সেখানে তাঁর নিদান, হাতে রাখতে হবে খাতা-কলম। প্রচারের সময় মানুষ সমস্যার কথা বললেই লিখে রাখতে হবে। যাতে ভোটের পর ধরে ধরে সেই সব সমস্যার সমাধান করা যায়। খড়্গপুরের বৈঠকেও তিনি এমন বার্তা দিতে পারেন বলে অনুমান।