ঘাটাল মাস্টার প্ল্যান হবেই,ঘাটালের মন জিতলেন দেব!
পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার ঘাটালে নির্বাচনী প্রচার শুরু করলেন দেব। সদ্য ‘খাদান’ ছবির প্রথমভাগের শুটিং সেরেছেন দেব। তাই এখনও এলোমেলো চুল, মুখে খোঁচা খোঁচা দাড়ি নিয়ে, দেব খাদানের নায়ক। তবে প্রচারভঙ্গিতে তাঁর আদবকায়দায় নায়ক কম, ঘাটালের ঘরের ছেলে বেশি। তাই তো টলিউডের হিরো নয়, বরং পাড়ার ছেলে দেবকে দেখতেই যেন ভিড় উপচে পড়েছিল ঘাটালে। দেবও ধরা দিলেন সেভাবে। ঘামে ভেজা টিশার্টে, চোখে মুখে ক্লান্তি নিয়ে ঘাটালবাসীর কথা মন দিয়ে শুনলেন সুপারস্টার।সেখানে উঠে এল ঘাটাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে ওই কেন্দ্রে তাঁর প্রতিদ্বন্দ্বী তথা বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ।ঘাটালের কুশপাতা এলাকা থেকে বিকেল ৪টে নাগাদ দেবের রোড শো শুরু হয়। বিবেকানন্দ মোড় পর্যন্ত মিছিল হয়েছে। তার পর সাংবাদিক সম্মেলনে দেব বলেন, ‘‘ঘাটালের মানুষ আমাকে আশীর্বাদ করেছেন। তাই আমি এত দূর আসতে পেরেছি। আমাকে অন্য কেন্দ্র থেকে দাঁড়াতে বলা হয়েছিল। কিন্তু আমি ঘাটাল ছেড়ে যাব না বলে জানিয়েছি। বাঁচি, মরি, হারি, জিতি, আমার মনের মধ্যে থাকবেন ঘাটালের মানুষ। এর জন্য আমাকে কখনও দল বদল করতে হবে না।