বালুরঘাটের সভামঞ্চ থেকে অভিনেতা-প্রার্থী দেব বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের প্রশংসা করলেন!
নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার বালুরঘাটের সভামঞ্চ থেকে অভিনেতা-প্রার্থী দেব বিপ্লবের প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের প্রশংসা করলেন। তিনি বললেন, বিজেপিতে আমার অনেক বন্ধুবান্ধব রয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম সুকান্তদা। তিনি খুব ভালো মানুষ। এই মঞ্চ থেকেই আমি তাঁকে শুভেচ্ছা জানাই। মানুষ যাঁকে ভালোবাসবে, ভোটে হারা-জেতা রয়েছে। দেবের মুখে সুকান্তর এই প্রশংসার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র বলছেন, এটা আমাদের কালচার। অপরপক্ষ যতই অভদ্রতা করুক তৃণমূলের এটি কালচার। এটাই তৃণমূল। এই শিক্ষাই আমরা পেয়েছি।