৯ বছর পর হাত ধরাধরি করে এক মঞ্চে দেব-শুভশ্রী,লঞ্চ হলো ‘ধূমকেতু’র গ্র্যান্ড ট্রেলার!

নিজস্ব সংবাদদাতা :সোমবার ৪ আগস্ট ‘ধূমকেতু’র গ্র্যান্ড ট্রেলার লঞ্চ হলো । দীর্ঘ সময় পর আবারও পর্দায় আসছে দেব ও শুভশ্রী অভিনীত সিনেমা। নতুন এই সিনেমার নাম ‘ধূমকেতু’। তবে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির আগে স্মৃতিকাতর হয়ে পড়েছেন অভিনেতা দেব।দেব শুভশ্রীদুজনকেই এদিন দেখা গেল কালো রঙমিলান্তি পোশাকে।

‘গানে গানে’র সুরের সঙ্গে একসঙ্গে মঞ্চে প্রবেশ করেন দুজনেই। গানের তালে তালে অনুরাগীদের উদ্দেশে হাত নাড়েন তাঁরা দুজনেই।আগামী ১৪ অগাস্ট অপেক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় আসছে বহু প্রতিক্ষীত এই ছবি। তার আগে ধূমকেতু জ্বরে কাবু বাংলা সিনেপ্রেমী, বিশেষ করে দেব-শুভশ্রী জুটির ভক্তরা। সিনেমার টিজার আর গানে ইতিমধ্যেই বুঁদ অনুরাগীরা। আর লেটেস্ট গান 'হবে না দেখা' শুনে তো এই জুটির ভক্তদের চোখে জল। সেই তালিকায় রয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পরি মনি। কলকাতার বুকে নজরুল মঞ্চে আয়োজিত হয়েছিল এদিনের এই অনুষ্ঠান। বিগত বেশ কিছুদিন ধরেই যা নিয়ে অনুরাগীদের মনে তৈরি হয়েছিল এক আলাদা উন্মাদনা।